মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে এক ইট ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর ও পিস্তল ঠেকিয়ে পায়ে গুলি করার অভিযোগে উঠেছে ইউনিয়ন যুবলীগ সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যবসায়ী জিয়াউল সরকারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে বেশনাল এলাকায় মোল্লাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি শিপন পাটোয়ারী ও তার সন্ত্রাসী বাহিনী জিয়াউল সরকারকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ইউনিয়নের আমঘাটা এলাকায় নিয়ে তাকে মারধর ও পিস্তল ঠেকিয়ে পায়ে গুলি করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
অভিযুক্ত শিপন পাটোয়ারী মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট ভাই বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শৈবাল বসাক বলেন, 'আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া, তার পায়ে দুটি গুলির চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।'
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিস উজ্জামান বলেন, 'এ ঘটনায় তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খান্দার খায়রুল হাসান বলেন, 'মোল্লাকান্দির জিয়াউর নামের একজনকে কুপিয়ে আহত করেছে। আমরা জানতে পেরেছি অভিযুক্ত চেয়ারম্যানের ছোট ভাই। গুলির বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আহত ব্যক্তির পায়ে ক্ষতের দাগ রয়েছে। আমরা তদন্ত করে দেখছি। অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে।'###
আপনার মতামত লিখুন :