ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফেনীতে বন্যা দুর্গতদের পাশে বিএনপি নেতা জনি

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক, ফেনী আগস্ট ২৪, ২০২৪, ০৮:১২ পিএম ফেনীতে বন্যা দুর্গতদের পাশে বিএনপি নেতা জনি

টানা প্রবল বর্ষণে ও ভারত থেকে খুলে দেওয়া ফারাক্কার পানি প্রবেশ করে ফেনী  নোয়াখালী ও কুমিল্লাসহ আশপাশের জেলাগুলো কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছে ওইসব এলাকার মানুষ। সামগ্রিক বন্যা পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ১নং সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছেন। তার নেতৃত্বে টিমের সদস্যরা ফেনীর বিভিন্ন এলাকায় ছুটে যান। উদ্ধার করেছেন পানিবন্দি মানুষদের। বন্যা দুর্গত মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। খোঁজখবর নেন অসহায় মানুষদের।
এসময় আবদুল লতিফ জনি বলেন, ভারতীয় আগ্রাসনের সৃষ্টি এই বন্যা পরিস্থিতি। যার ফলে প্লাবিত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আরো অনেক জেলা। আজকের এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ লোক বন্যার কবলে পতিত হয়েছেন। পানিবন্দী মানুষ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তারই নির্দেশে এই ত্রাণ সামগ্রী দেওয়া হলো। বিএনপি গণমানুষের দল। মানুষের যেকোনো বিপদে বিএনপি এগিয়ে এসেছে। শেষে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন।###

Side banner