Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

দেশ ছেড়েছেন ভেনিজুয়েলার বিরোধী প্রার্থী

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ৮, ২০২৪, ০১:৫২ পিএম দেশ ছেড়েছেন ভেনিজুয়েলার বিরোধী প্রার্থী

ভেনিজুয়েলার সরকার বলেছে, প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুটিয়া দেশ ছেড়েছেন। তিনি স্পেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে শনিবার ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেছেন, দিন কয়েক আগে স্বেচ্ছায় কারাকাসে স্প্যানিশ দূতাবাসে আশ্রয় নেয়ার পর গঞ্জালেজ উরুটিয়া স্পেনের সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

তাকে নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দিতে কারাকাস সম্মত হয়েছিল বলেও তিনি জানান। তবে এ বিষয়ে বিরোধী পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। ভেনিজুয়েলায় গত ২৮ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে নিকোলাস মাদুরো পুনরায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনের ঘোষণার পর দেশটিতে রাজনৈতিক সংকট ঘনীভূত হতে শুরু করে। বিরোধী পক্ষ দাবি করে নির্বাচনে উরুটিয়া জয় পেয়েছেন। তাদের কাছে এ সংক্রান্ত সব ধরনের প্রমাণ রয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ল্যাটিন আমেরিকার বিভিন্নদেশসহ অনেক দেশই মাদুরোকে স্বীকৃতি দেয়নি। তারা নির্বাচনের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। বিতর্কিত নির্বাচনে জয় দাবির পর ভেনিজুয়েলার কৌঁসুলিরা উরুটিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি প্রায় মাসখানেক আত্মগোপনে ছিলেন। এরপর দেশ ছাড়েন। মাদুরোকে পুননির্বাচিত ঘোষণার পর বিরোধীরা এর প্রতিবাদে রাস্তায় নামে। নির্বাচনোত্তর সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত ২৭ জন নিহত এবং ১৯২ জন আহত হয়েছে। এছাড়া দুই হাজার ৪শজনকে  আটক করা হয়েছে।

Side banner