Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

শুক্রবার দিনভর সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত : বিবিসি বাংলা

দৈনিক নতুন সংবাদ জুলাই ২০, ২০২৪, ০৮:৫৪ এএম শুক্রবার দিনভর সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত : বিবিসি বাংলা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারাদেশে শুক্রবার (১৯ জুলাই) দিনভর সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার অনলাইন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘শুক্রবার ঢাকার যেসব এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তার অন্যতম রামপুরা-বনশ্রী। এখানকার ফরাজী হাসপাতালে নিয়ে আসার পর ১০ জনকে মৃত ঘোষণা করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন হাসপাতালটির ম্যানেজার রুবেল হোসেন। সবাই গুলিতে মারা গেছে বলে জানান তিনি। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, আহত হয়ে আরো অন্তত তিনশ জন চিকিৎসা নিয়েছেন ফরাজী হাসপাতালে। তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন বলে জানান মি. হোসেন।

কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মো. মিজানুর রহমান জানিয়েছেন, জোবায়ের ব্যাপারী নামে একজনকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

মি. মিজান জানান, ৪০ বছর বয়সী জোবায়ের ব্যাপারী পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানতে পেরেছেন তারা।

“পথচারী হিসেবে সংঘর্ষের এলাকা অতিক্রম করছিলেন তিনি,” যোগ করেন মি. মিজান।

এছাড়া, অন্তত ৮৯ জন আহতকে চিকিৎসা দেয়া হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে। যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ ছিলেন।###

সূত্র : বিবিসি বাংলা

Side banner