Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শহীদ ও আহত পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে : রুমন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের পাশে তারেক রহমান

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক, ঢাকা আগস্ট ২৫, ২০২৪, ০৭:৫০ পিএম ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের পাশে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আহতদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘‘দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পাশে থাকার জন্য সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম পঙ্গু হাসপাতালে।’’ 
তিনি বলেন, “দেশে আগামীতে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে ‘শহীদ ও আহত পরিবার’কে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নামকরণ- তাদের নামে করা হবে। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের সকল ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেবে বিএনপি।’’
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আরও বলেন, “গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন সকলের নিয়মিত খোঁজ-খবর রাখছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সুনামধন্য চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান।”
এসময় পঙ্গু হাসপাতালে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও সেলটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক মোঃ হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক মিজানুর রহমান রনি, মহিলা দল নেত্রী শওকত আরা উর্মি, শেকৃবি’র ছাত্রদলের সভাপতি তাপস কবীর,সাংগঠনিক সম্পাদক ফরহাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, সহ-সাংগঠনিক মশিউর রহমান মহান, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।


কিশোরগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম রবিবার ( দুপুরে কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ২০২৪-এর গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ রুবেল, শহীদ সোহেল-এর পরিবার সাথে দেখা এবং গণআন্দোলনে আহত মাদ্রাসার শিক্ষক জুনায়েদ ও জেলা যুবদলের নেতা হৃদয়-এর খোঁজ-খবর নিয়েছেন। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে তাদেরকে সমবেদনা জানান নেতৃবৃন্দ।
এরপর কিশোরগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও বিকেলে দানা পাটুলী গ্রামে পথ সভায় বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “সাম্প্রতিক ছাত্র-জনতার গণবিপ্লবসহ বিগত ১৫ বছরের ফ্যসিবাদ, স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে আন্দোলন সংগ্রামের আকাঙ্খা, চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বত্র শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে হবে। দখলবাজী, চাঁদাবাজী, দুর্নীতি, সন্ত্রাস আওয়ামী রাজনৈতিক সংস্কৃতি। বিএনপি’র রাজনীতির অভিধানে এসবের স্থান নাই। বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। যারা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অনৈতিক কাজ করবে তাদেরকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দিতে হবে।” 
বিএনপি’র যুগ্ম-মহাসচিব আরও বলেন, ‘‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার পরিবর্তন শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল  নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। তারেক রহমানের এই চেতনাকে ধারণ করে বিএনপি’র নেতাকর্মীদের মন মানসিকতা ও মনোজগতের পরিবর্তন আনতে হবে।”
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘‘শহীদদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে পরিপূর্ণ বিজয় অর্জন করা না পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে।”
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া প্রমুখ।
পথা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক।

আহত মোবারকের খোঁজ-খবর নিলেন তারেক রহমান


এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ২০২৪-এর গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে আহত রাজধানী ঢাকার বনানী থানা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মোবারক হোসেন-এর খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। আজ  রোববার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আহত এই শিক্ষার্থীর খোঁজ-খবর নেন। 
এসময় উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিনার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক রুবেল পারভেজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ।
প্রসঙ্গত, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুড়িল বিশ্বরোডের সামনে থেকে ছোঁড়া গুলিতে বুলেট বিদ্ধ হয়ে আহত হয়। ###

Side banner