Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

তেলের ট্যাংক বিস্ফোরণে বগুড়ায় ৪ শ্রমিকের মৃত্যু

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৫:২৫ পিএম তেলের ট্যাংক বিস্ফোরণে বগুড়ায় ৪ শ্রমিকের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডের একটি রাইস ব্রান অয়েল ইউনিটে তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা। নিহতরা হলেন- মো. ইমরান (৩১), মোহাম্মদ সাঈদ (৩৮), মো. রুবেল (৩১), মো. মনির (২৮)। তারা নীলফামারীর সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনির বাসিন্দা বলে জানান গেছে।

চারজনের লাশ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাইস ব্রান তেলের একটি ট্যাংক মেরামতের কাজ করছিলেন ওই চার শ্রমিক। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ওই চার শ্রমিক আহত হন।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একে একে চারজনকে মৃত ঘোষণা করেন।

Side banner