ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ১১, ২০২৪, ১০:১৮ পিএম ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২০১ জনে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ জন।

শুক্রবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২২, ঢাকা উত্তর সিটিতে ১২১, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৪, খুলনা বিভাগে ৩৫ জন রয়েছেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রংপুর ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৪৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ১৭২ জন।

Side banner