ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
গয়েশ্বর চন্দ্র রায়ের আশা

অন্তর্বর্তী সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৮:১০ পিএম অন্তর্বর্তী সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না

অন্তর্বর্তী সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি, তারা গণতন্ত্রের পথ সুগম করতে যত দ্রুত সম্ভব, নির্বাচন দেবে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন গয়েশ্বর।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অবিচার করেছেন– এটি অন্তর্বর্তী সরকার উপলব্ধি করবে। তাদের বিরুদ্ধে যেসব মামলা ও সাজা হয়েছে, তা প্রত্যাহার করবে। আশা করি, সবার আন্দোলন ও সংগ্রামকে আমলে নিয়ে সরকার আমাদের এসব মামলায় হাজিরা থেকে রেহাই দেবে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, এখানে কিছু ঘটনা, কিছু গুজব রয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তিরা বসে নেই। তারা নাশকতার চেষ্টা করবে। তবে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় মন্দির পাহারা দেব।

Side banner