ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট , ঢাকা: জানুয়ারি ১২, ২০২৫, ০৫:৩৫ পিএম ৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অভিবাসন বিষয়ক অপরাধে আটক হওয়া ৩৮ বাংলাদেশিসহ ২২৪ জনকে সাজা শেষ হওয়ার পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানিয়েছে। 

বিভাগ সূত্র জানায়, কারাভোগের পর ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ১২৮ ইন্দোনেশিয়ান, ৩৮ বাংলাদেশি, ১৯ পাকিস্তানি, ১৪ ভারতীয়, ১৩ ভিয়েতনামি, ছয় নেপালি, পাঁচ থাই এবং একজন কম্বোডিয়ান নাগরিকসহ মোট ২২৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। ###

Side banner