বোকা কাউকে পেলে তবেই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়াবেন ইলন মাস্ক। এর আগে টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন কিনা তা জানতে চেয়ে টুইটারে ‘পোল’চালু করেছিলন তিনি। খবর বিবিসি
ভোটের ফলাফল যা-ই হোক তা মেনে নেয়ার ঘোষণা দিয়েছিলেন এই ধনকুবের। এরপর ভোটাভুটি শেষে দেখা যায়, ৫৭.৫ শতাংশ টুইটার ব্যবহারকারী তার পদত্যাগের পক্ষে রায় দিয়েছে। এরপরই ‘বোকা’ কাউকে পেলে পদত্যাগ করবেন বলে জানান মাস্ক।
তবে সিইও পদ থেকে সরে দাঁড়ালেও টুইটার ছাড়বেন না মাস্ক। তিনি বলেছেন, তার উত্তরসূরি পাওয়ার পর সফটওয়্যার ও সার্ভার টিমের নেতৃত্বে থাকবেন। মাস্ক টুইটারের মালিকানা কিনে নেয়ার পর থেকেই প্লাটফর্মটিতে বিভিন্ন পরিবর্তন আনছেন। এসব পরিবর্তনের কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
গত অক্টোবরে টুইটার কেনার পর মাইক্রো ব্লগিং প্লাটফর্মটির প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছে মাস্ক। এরপর ভেরিফিকেশন ফিচার টাকার বিনিময়ে দেয়ার পরিকল্পনাও করেন তিনি। পরে অবশ্য সেই পরিকল্পনা থেকে সরে আসেন মাস্ক। গত সপ্তাহে এই ফিচার পুনরায় চালু করা হয়। ###
আপনার মতামত লিখুন :