ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

আফগানিস্তান সিরিজে নাজমুলই অধিনায়ক

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক: নভেম্বর ২, ২০২৪, ০৯:১৩ এএম আফগানিস্তান সিরিজে নাজমুলই অধিনায়ক
নাজমুল হোসেন

সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। সকল জল্পনা-কল্পনার পর নাজমুল হোসেনকেই অধিনায়ক করা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা।

বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে গত মার্চে। সেই সিরিজের শেষ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন পেসার তানজিম হাসান। কাঁধের চোটের কারণে তাঁকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি।

অসুস্থতার কারণে দলে নেই উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাস। আফগানিস্তান সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ দল আগামী ৩ ও ৪ নভেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে। দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৬ নভেম্বর। ৯ ও ১১ নভেম্বর হবে পরের দুটি ম্যাচ। সিরিজের সব কটি ম্যাচ হবে শারজায়।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

Side banner